রবীন্দ্রনাথ ঠাকুর
জন্ম : 7th May 1861
— মৃত্যু : 7th August 1941
বই সংখ্যা: 125
বায়োগ্রাফি: রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, দার্শনিক। তিনি বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক। ১৮৬১ সালে তিনি কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। আট বছর বয়সে তাঁর প্রথম কবিতা ‘অভিলাষ’ তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয়। জীবনের পর্বে পর্বে তাঁর জীবনজিজ্ঞাসা ও সাহিত্যাদর্শের পরিবর্তন ঘটেছে। যুগে যুগে পৃথিবীতে সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা, দর্শন ও জ্ঞান-বিজ্ঞানে যে রূপান্তর ঘটেছে, রবীন্দ্রনাথ তা আত্মস্থ করেছেন গভীর অনুশীলন, নিরীক্ষার মধ্য দিয়ে। তাই তাঁর সাহিত্যজীবনের নানা পর্যায়ে বিষয় ও আঙ্গিকের নিরন্তর পালাবদল লক্ষণীয়। এই পরীক্ষা-নিরীক্ষার ফসল তাঁর অসংখ্য কবিতা, গান, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, নৃত্যনাট্য, ভ্রমণকাহিনী, চিঠিপত্র ও দেশে বিদেশে প্রদত্ত বক্তৃতামালা। রবীন্দ্রনাথ কালজয়ী। বাংলা সাহিত্যে তাঁর আবির্ভাব যুগান্তকারী। ১৯৪১ সালে নোবেলজয়ী এই কবি প্রয়াত হন।