সংক্ষিপ্ত বিবরন : দৃশ্য বা দৃশ্য ভাবনাকে ভাষা দিয়ে প্রাণবন্ত করে তোলার প্রয়াসে রচনা করেছেন 'বিচিত্রিতা’ কাব্যগ্রন্থের কবিতাগুলো। কবিতাগুলোতে তিনি দেখেয়েছেন কবিতার বিষয়বস্তু এবং আঙ্গিক যাই-ই হোক না কেন, তাকে প্রকৃতভাবে উপস্থাপনই মূখ্য। রবীন্দ্রনাথ ঠাকুর এইভাবে বিচিত্রিতা' কাব্যগ্রন্থে তার নিজের ও অন্যান্য শিল্পীদের চিত্রকর্ম অবলম্বনে ছবিগুলির ভাবকে ধ্বনিময় করেছেন। গ্রন্থটি ১৯৩৩ সালে প্রকাশিত হয়।