সংক্ষিপ্ত বিবরন : প্রকৃতি প্রেমের এক অনবদ্য উপস্থাপন ‘বনবাণী’ কাব্যগ্রন্থ। গ্রন্থটি ১৯৩১ সালে প্রকাশিত হয়। সংকলিত কবিতাগুলোর শিরোনামেই স্পষ্ট করেছেন কবিতার বিষয়বস্তু। যেমন গ্রন্থের শুরুর কবিতাটির শিরোনাম ‘বৃক্ষবন্দনা’। গ্রন্থটির ভূমিকায় কবি লিখেছেন, ‘আমার ঘরের আশেপাশে যে-সব আমার বোবা-বন্ধু আলোর প্রেমে মত্ত হয়ে আকাশের দিকে হাত বাড়িয়ে আছে তাদের ডাক আমার মনের মধ্যে পৌঁছল। তাদের ভাষা হচ্ছে জীবজগতের আদিভাষা, তার ইশারা গিয়ে পোঁছয় প্রাণের প্রথমতম স্তরে; হাজার হাজার বৎসরের ভুলে-যাওয়া ইতিহাসকে নাড়া দেয়; মনের মধ্যে যে-সাড়া ওঠে সেও ঐ গাছের ভাষায়— তার কোনো স্পষ্ট মানে নেই, অথচ তার মধ্যে বহু যুগযুগান্তর গুনগুনিয়ে ওঠে।’