আহসান হাবীব
জন্ম : 15th November 1957
বই সংখ্যা: 52
বায়োগ্রাফি: কার্টুনিস্ট আহসান হাবীবের জন্ম সিলেটে। পাড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ভূগোলে। তাঁর পিতা মুক্তিযুদ্ধ চলাকালে পিরোজপুরের এসডিপিও হিসবে কর্তব্যরত অবস্থায় শহিদ হন। পল্টু-বিল্টু, পটলা-ক্যাবলা তাঁর তৈরি কিছু বিখ্যাত কমিক্স চরিত্র। তিনি রম্য পত্রিকা ‘উন্মাদ’-এর সম্পাদক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে- ‘রাত বারোটার পরের জোকস’, ‘ফোর টুয়েন্টি ফোর আওয়ার জোকস’, ‘জোকস সমগ্র’, ‘৯৯৯ জোকস একটা ফাও’, ‘১০০১টি জোকস ১টি মিসিং’, ‘ভ্যালেন্টাইন জোকস’, ‘ভূত যখন Ghost', ‘বাছাই ভূত’ প্রভৃতি। তিনি ‘বাংলাদেশি কার্টুনের পিতা’, ‘গ্রান্ডফাদার অফ জোকস’ উপাধিতেও ভূষিত। তিনি তুরস্ক থেকে ‘নাসিরুদ্দিন হোজ্জা’ এবং ‘হাভানা পুরস্কার’-এ ভূষিত হয়েছেন। তিনি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সর্বকনিষ্ঠ ভাই।