সংক্ষিপ্ত বিবরন : শর্মিলা ও ঊর্মিমালা দুই বোন। স্বামী শশাঙ্কর সেবাযত্ন করে দিন কাটে শর্মিলার। অন্যদিকে ঊর্মিমালা বইপড়া মেয়ে, কাজ করে না। বাবা মৃত্যুর আগে ঊর্মির সাথে নীরদের বিয়ের কথা পাকা করে যান। নীরদ পেশায় চিকিৎসক। বিলেত থেকে ডিগ্রী নিতে চায় সে। এক পর্যায়ে নীরদ বিলেত যায়। এদিকে শর্মিলার শরীরে এক অদ্ভুত রোগ বাসা বাঁধে। ঊর্মিকে নিজের কাছে নিয়ে এসে সংসারের দায়িত্ব তুলে দেয় শর্মিলা। এরপর ঘটনা নতুন মোড় নেয়...