সংক্ষিপ্ত বিবরন : জীবন কখনো নদীর মতো বহমান, কখনো পাহাড়ের আঁকাবাকা বন্ধুর পথের মতো। আমাদের ঘটনাপ্রবাহে থাকে উদ্ভাসিত আলো, আবার রাতের নীরব কান্নার মতো অন্ধকার। ছোটবেলায় পিতৃহারা সাফওয়ান বড় হতে থাকে লুকিয়ে রাখা হাজারো অনুভূতির মাঝে। সমাজের প্রতিকূলতা, নিজের সাথে নিজের যুদ্ধে যেন আর পেরে উঠে না। বাস্তবতার কঠিন আবর্তে একসময় নিজেকে আবিষ্কার করে অন্ধকার পথে; যেখানে আবেগ মলিন, ভালোবাসা ধূসর। সৎ এবং মেধাবী বাবার ফেলে আসা পথে হাঁটার শক্তি হারিয়ে ফেলে অসহায় আত্মসমর্পণ করবে নাকি কোনো এক নতুন চেতনায় সাফওয়ান নিজের পথ চিনে নেবে?