সংক্ষিপ্ত বিবরন : একটা নির্জন জায়গায় এসে অশ্বপৃষ্ঠ থেকে নেমে দাঁড়ালো বনহুর। মনিরাকেও নামিয়ে নিলো সে অশ্ব থেকে। মনিরার দু'চোখে বিস্ময় আর আনন্দ যেন উপচে পড়ছে। আজ সে নিজের চোখে স্বামীকে যেভাবে পুলিশ বাহিনীর সঙ্গে লড়তে দেখলো তা বিস্ময়কর বটে। মনিরা শুধু বিস্মিতই হয়নি, হয়েছে মুগ্ধ স্তম্ভিত। অশ্বপৃষ্ঠ থেকে নেমে দাঁড়িয়ে দু’চোখ বিস্ফারিত করে স্বামীর মুখের দিকে তাকিয়ে রইলো মনিরা।