সংক্ষিপ্ত বিবরন : তাকিয়ে থাকা মানুষ আসল দেখাটা দেখে চোখ বন্ধ করে। নিজেকেও সে একটু দূরে দাঁড়িয়ে দেখার ফুরসত পায়। আলাদা করে দেখা যায় অন্যের দেখে যাওয়াকেও। মানুষের জীবন একসাথে থাকতে চাওয়া এবং না চাওয়ার দ্বন্দ্বে ভরা। তাতে মিশে থাকে অযুত গল্প। নিজের দেখার বাইরেও জীবন দেখতে পারা রয়েছে। দুই দেহে একই আত্মা হয়ে থাকার প্রতিজ্ঞা করার পরেও কেন আলাদা হয়ে যায় দুজন মানুষ? ভাঙন আগে কিসে ধরে? মনে না সম্পর্কে? কেন মানুষ দুটো একসাথে আর থাকে না, থাকতে চায় না বা থাকতে পারে না? অজস্র এমন প্রশ্নের উত্তর আপনার- আমার না জানা থাকলে সেই মানুষ দুটো ঠিকই জানে সুরটা কেটেছিলো কোথায়। ‘শিকড়ে শাখায় মেঘে’ মহাকালের সেইসব ‘দেখা’র অণুকণা মুহূর্তমাত্র।