সংক্ষিপ্ত বিবরন : 'পৃথিবীতে কোনো কিছুই তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, মিলি। পরিবর্তনটাই হলো আসল সত্যি। এই আমাকেই দেখ, মরতে মরতে কেমন বেঁচে গেলাম! সবকিছুকে কবর দিয়ে আবার দিব্যি কেমন বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছি, এটাও তো এক ধরনের পরিবর্তন, তাই না? আসলে বেঁচে থাকার তাগিদেই মানুষ-সভ্যতা বদলাতে বাধ্য।' স্বপন ছায়া, কাঁদালে তুমি মোরে , চক্র , কমপেনসেশন, শেকড়, পল্টনে একদিন, পীর সাহেব এবং তার জিন - সাতটি ভিন্ন ধরনের গল্পে সাজানো ‘সন্ধ্যার মেঘমালা’ গ্রন্থটি।