সংক্ষিপ্ত বিবরন : নুরু মিয়া চোর হয়ে জন্মাননি। অভাবের তাড়নার এবং বউয়ের ভয়ে চুরি করতে বের হয় নুরু মিয়া। প্রথমবার তো কোন কিছু পেলোই না উল্টো নিজের পকেট থেকে ১০০ টাকা চলে গেল। এরপর ভিন্ন বুদ্ধি খাটালেন, কোট টাই পরে, নিজের বিয়েতে পাওয়া স্যুটকেস সমেত বেড়িয়ে পড়লেন, কোথাও কোন গতি হয় কিনা। ঢুকে পড়েন এক কমিউনিটি সেন্টারে ... তারপরই গল্পের গতিপথ অপ্রত্যাশিত মোড় নেয়, চলুন জানা যাক তারপর কি ঘটে নুরু মিয়ার জীবনে.... সহজ চোখে হয়তো হাসির গল্পই মনে হতে পারে, কিন্তু আমরা হাসির রচনাগুলোর দিকে যতই গভীরভাবে তাকাই, যত বেশিক্ষণ ধরে তাকাই, ততই বেদনার্ত হয়ে পড়ি। এই হাসির উপন্যাস পড়লে হাস্যরসের পাশাপাশি বেদনাও হয়তো কিছুটা বোধ করা যাবে। আমাদের সময়, আমাদের সমাজ আসলে আমাদের কাছ থেকে নির্ভেজাল হাসির অধিকার কেড়ে নিয়েছে...