সংক্ষিপ্ত বিবরন : দেশে এক ধরনের লোক আছেন যাদের হাতের মুঠোয় আইনশৃঙ্খলা আবদ্ধ, তারাই পুলিশমহলকে যেভাবে ইংগিত করছেন পুলিশমহল সেই ভাবেই কাজ করছে। আজকাল পুলিশমহল তেমনি একদল স্বনামধন্য ব্যক্তির হাতে নাচের পুতুল হয়ে গেছে এবং সে কারণেই আসল দোষী মুক্তি পাচ্ছে, আর নির্দোষী ব্যক্তির শাস্তি হচ্ছে।