সাকিব রায়হান

সাকিব রায়হান

বই সংখ্যা: 4

বায়োগ্রাফি: সাকিব রায়হান সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও খুলনা সরকারি বিএল কলেজ থেকে এইসএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হন। এরপর যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীতে। প্রায় সাড়ে ১২ বছরের সৈনিক জীবনে দেশ ও দেশের বাইরে বিভিন্ন এলাকায় কর্মজীবন অতিবাহিত করেন। এ সময় প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয় তার। মেজর পদবীতে থাকা অবস্থায় স্বেচ্ছা অবসরে চলে যান এবং লেখালেখির প্রতি আকৃষ্ট হন। ‌বইঘর-এর জন্য এক্সক্লুসিভলি লেখেন 'জমিদার বাড়ি' নামের ডিটেকটিভ উপন্যাস। এ ছাড়া তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে 'শীতল রক্তপথ', 'ফিরে আসা', 'ত্রিকাল', 'আবৃত', ‌'তুমি রবে নীরবে' প্রভৃতি। সাকিব রায়হান নির্মাণের সঙ্গেও জড়িত। এরই মধ্যে বানিয়েছেন কিছু নাটক , টেলিছবি ও ওয়েব সিরিজ, পেয়েছেন দর্শকপ্রিয়তা।

gp boimela logo

বাংলা সাহিত্যের জনপ্রিয় ও সৃজনশীল লেখকদের কবিতা, উপন্যাস, গল্প, নাটক, থ্রিলার, ভ্রমণকাহিনীসহ সব রকম বইয়ের সমাহারে বইমেলাকে সবচেয়ে বড় ই-বুক লাইব্রেরিতে রূপান্তরের প্রচেষ্টায় আমাদের যাত্রা চলমান।


Copyright © E.B.Solutions Ltd. 2024 All Rights Reserved

loader