
সংক্ষিপ্ত বিবরন : সানাউল্লাহ সাগরের "সর্বহারা" গল্পটি এক বাস্তবতার দলিল, যেখানে রাজনীতি, আদর্শ, এবং মৃত্যু—এই তিন উপাদান একাকার হয়ে জন্ম দেয় এক করুণ আত্মসমীক্ষার পরত। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন তরুণ, যে আদর্শিক নয়, বরং পারিপার্শ্বিক চাপে বিপ্লবী হওয়ার ভান করে, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে। গল্পটি শুরু হয় তার মৃত্যুর পরপরই, যখন সে হয়ে ওঠে নিজের জীবন ও সমাজের এক নির্লজ্জ দর্শক। রক্তাক্ত দেহ পড়ে থাকে গ্রামের মেঠোপথে, আর সে—এখন আত্মারূপে—ঘুরে বেড়ায় জীবনের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে, খুঁজে ফেরে প্রশ্নের উত্তর। "সর্বহারা" শুধু একটি মৃত্যু নয়, এটি হারিয়ে ফেলা চেতনা, ভেঙে পড়া আদর্শ। গল্পটি যেমন রাজনৈতিক, তেমনি মানবিক—যেখানে আমরা এক ব্যক্তির মাধ্যমে দেখি একটি প্রজন্মের ছিন্নভিন্ন আশা।