সংক্ষিপ্ত বিবরন : ‘জিন্দাবাহার’ উপন্যাসে সাত বছর বয়সী শিশুর সরল কৌতূহলী চোখে উঠে এসেছে পুরান ঢাকার চালচিত্র। মিলু তার চোখ দিয়ে দেখছে বাড়ির বিচিত্র মানুষগুলোকে, আশপাশের পরিবেশ ও সমাজকে। দেখছে ওই বাড়ির মানুষগুলোর পেশা, প্রতিদিনকার জীবন, হাসি-কান্না, আনন্দ-বেদনার প্রতিচ্ছবি। দেখছে মানুষের বিকাশ ও বিকার, জয় ও পরাজয়, ক্ষয় ও অবক্ষয়। উপন্যাসে মিলুকে কখনো আনন্দ এসে ভাসিয়ে নিচ্ছে, কখনো বেদনায় তার ছোট্ট হৃদয় ভারাক্রান্ত হচ্ছে, কখনো কৌতূহলে দিকশূন্য হয়ে যাচ্ছে সে।