সংক্ষিপ্ত বিবরন : ধানমন্ডি লেকের ধারে প্রায় মৃত এক কিশোরী পড়ে আছে। শরীরে ভয়াবহ নির্যাতনের চিহ্ন। ভোরবেলা হাঁটতে আসা লোকজন ভাবছে মেয়েটি মৃত! কবি আবিষ্কার করে, না, মেয়েটি বেঁচে আছে। সে তাকে হাসপাতালে নিয়ে যায়।ধীরে ধীরে সারিয়ে তোলার চেষ্টা করে। কিন্তু সেরে ওঠার পরও মুখ খোলে না মেয়েটি। কে বা কারা তাকে নির্যাতন করেছে, কেন করেছে কিশোরী মেয়েটি বলে না। নানা রকম চেষ্টায় ধীরে ধীরে উদ্ঘাটিত হয় গৃহকর্ত্রীর নির্যাতনে এই অবস্থা মেয়েটির। এই মেয়ের নাম পারুল। পারুলকে ঘিরে একত্রিত হয় অনেকগুলো চরিত্র। ইমদাদুল হক মিলনের ‘কবি’ সিরিজের অন্যতম আকর্ষণীয় উপন্যাস ‘পারুলকন্যা’।