সংক্ষিপ্ত বিবরন : মায়া এক মায়াবী তরুণীর নাম। এই দেশেরই এক মায়ের মেয়ে সে, শৈশবেই দত্তক শিশু হিসেবে চলে গিয়েছিল সুইডেনে, পালিত হয়েছে সুইডিশ বাবা-মার ঘরে। আজ সে পরিপূর্ণ তরুণী। মায়ের খোঁজে সে এসেছে এই বাংলাদেশে। তাকে অভ্যর্থনা জানাতে গেছে আনিস নামের এক সাংবাদিক। আনিসের চোখে মায়া পরিয়ে দেয় মায়ার অঞ্জন। তারা দুজনে মিলে খুঁজে ফেরে মায়ার হারানো মাকে। মাকে কি খুঁজে পেয়েছিল মায়া? আনিসের ভালো লাগা কি পরিণত হতে পেরেছিল ভালোবাসায়?