সংক্ষিপ্ত বিবরন : সোনালি কাবিনের কবি আল মাহমুদ মূলত কবি হিসেবে পরিচিত। কিন্তু গদ্য সাহিত্যেও তার রয়েছে নিজস্বতা। যে কারণে বাংলা গল্পে খুব কম সংখ্যক গল্প লিখেও তিনি তার মেধার জায়গা করে নিয়েছেন। তেমনই একটি উজ্জ্বল নক্ষত্র ‘জলবেশ্যা ও তাহারা’। এই বইয়ে মূলত আল মাহমুদের অন্য কয়েকটি গল্পের বই থেকে বাছাই করা গল্প নিয়ে প্রকাশিত হয়েছে। এই বইযের গল্পে লেখক সত্ত্বা সমকালীন মানুষের যাপনকে খুব কাছ থেকে দেখে সেটা তার রচনার মধ্যে উপস্থান করেছেন। জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যৌনতাকেও তিনি আড়াল করেননি। সহজ, সহজাতভাবে প্রতিটি গল্পে জীবনের সাথে যৌনতা-ও প্রয়োজন মতো অবস্থান নিয়েছে। মোটকথা আল মাহমুদের গল্প এক ভিন্ন স্বরের কথকতা। যেখানে এই দেশের মানুষের ছবি পাওয়া যায়।