সংক্ষিপ্ত বিবরন : ‘বেদেসুন্দরী’র প্রতিটা গল্পই যেন আমাদের জীবনের কথা বলে। জীবন থেকে নেওয়া ভালো-মন্দ, সুখ-দুঃখই বিভিন্ন গল্পের বিষয়বস্তু। খরস্রোতা আড়িয়াল খাঁ নদের ইলিশ মাছের ডিমকে কেন্দ্র করে গ্রন্থের সূচনা। দিন-রাত পরিশ্রম করে মাছ ধরে জেলেরা জীবিকানির্বাহ করে। কারো ঘর আনন্দময় আবার কারো ঘর আনন্দহীন। দরিদ্রের কশাঘাতে জর্জরিত নিম্নবিত্তের জীবন চলে, জমিতে জমিতে নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কারের সংগ্রামে। তবু অর্থাভাবে পায়েশ খাওয়ার স্বপ্ন কি পূরণ হয়? খুব কম বয়সেই বেদেদের বিয়ে হয়ে যায়। আর ওই বয়সেই স্বামীর সংসারের দায়িত্ব নিতে হয় স্ত্রীকে। তেমনি একজন বেদেসুন্দরী, যার কথা গল্পে স্থান পেয়েছে।