সংক্ষিপ্ত বিবরন : লেখক আনিসুল হক-এর ‘ফাঁদ’ উপন্যাস এক কালো কমেডি, পরিহাসের ছলে জানিয়ে দিচ্ছে- ভালোবাসা, যৌনতা, দাম্পত্য, ঈর্ষা, দেশপ্রেম, অঙ্গীকার, বাৎসল্য, রাজনীতি- সবকিছু কতো অর্থহীন, কতো হাস্যকর, কী দুর্বিষহ! মুমূর্ষুর অকপট চোখে ধরা পড়েছে জীবনের সব ভণ্ডামি। বেরিয়ে পড়েছে আমাদের সব নগ্নতা।