সিরাজুল ইসলাম
বই সংখ্যা: 4
বায়োগ্রাফি: জন্ম ১৪ জুন ১৯৫১, নারিন্দা, ঢাকায়। বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েট। শুরুতে ২২ বছর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পরে বিদেশি উপদেষ্টা ও নির্মাণ প্রতিষ্ঠানে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সেক্টরে কাজ করেছেন। ১৯৬৮ সালে গল্প লেখা শুরু দৈনিক পত্রিকার ছোটদের পাতায়। বড়দের জন্য লেখা প্রথম গল্প প্রকাশিত হয় ১৯৭১ সালে দৈনিক পাকিস্তানের সাহিত্য পাতায়। নিয়মিত ছোটগল্প ও উপন্যাস লেখেন দৈনিক পত্রিকার সাহিত্য পাতা ও ঈদ সংখ্যায়। প্রথম উপন্যাস 'টাপুর টাপুর' প্রকাশিত হয় ১৯৮৪ সালে। এ পর্যন্ত প্রকাশিত উল্লেখযোগ্য উপন্যাস পলাতকা, পাথরগুলো, কুশীলব, অশেষ, 'সোনার আলোয়, প্রিয়তম, হৃদয়, ছত্রাক, সিংহাসন, টাপুর টুপুর প্রভৃতি । ছোটগল্প সংকলন সুগন্ধী ও এত কাছাকাছি।