সংক্ষিপ্ত বিবরন : ‘সোনার আলোয়’ সংসার তথা জীবনের কঠিন বাস্তবতার উপন্যাস। লেখক তাঁর লেখায় বয়ঃসন্ধিকালের প্রেম-ভালোবাসা ও আবেগের চিত্র এঁকেছেন কিশোরী চরিত্র ইভার মাধ্যমে। শহরে পড়তে আসা তরী নামের এক তরুণীর প্রেমে পড়ে যুবক তপু। অন্যদিকে, টেলিফোনে কথা বলে তপুর প্রেমে পড়ে ইভা। দুজন একসাথে বেড়াতে গিয়ে ইভা তার ভালোবাসার কথা প্রকাশ করে। এক সময় রেখার শাশুড়ির অপমান সহ্য করতে না পেরে দিনাজপুর ফিরে যায় তরী। আর এদিকে, তরীকে হন্যে হয়ে খুঁজতে থাকে তপু।