সংক্ষিপ্ত বিবরন : রাজপুত্রের দিন কি গেছে? রূপকথার দিন কি ফুরালো? রাজপুত্র বা রাজকন্যা কি অলৌকিক চরিত্র? অপরে না জানুক, আমরা প্রত্যেকেই নিজেরা তো জানি, আমাদের নিজেদের বুকে লালন করি নিজের এক রূপকথার রাজপুত্রের, রাজকন্যার মূর্তি। একালের রূপকথায় জিল্লুর প্রিয়তম রাজপুত্র। ঝর্ণা বলল জিল্লুরকে, আমার প্রিয়জন হতে যাবে কেন? তুমি তার উল্টো, প্রিয়জন না জনপ্রিয়, আমাকে বাদ দিয়ে আর সবার প্রিয়। তোমার ভক্তের অভাব? জিল্লুরকে কেউ একবার দেখলে ভুলে যায় না। তার ব্যক্তিত্বে অন্যরকম এক আকর্ষণ রয়েছে। ‘প্রিয়তম’ এক অপরূপকথা।