সংক্ষিপ্ত বিবরন : যে শহরকে ঘিরে অনেক আশা ও স্বপ্ন ছিল আশার, অবশেষে সেখানেই আসতে হলো তাকে। সময়ের কামড় আর অসময়ের কীট গুঁড়িয়ে দিয়েছে স্বপ্ন। জীবনের গল্প থেমে থাকবে না, মানুষের গল্প কোনো একভাবে শেষ হবেই। তাই স্বপ্নের দাবি আশাকে টেনে এনেছে দূরে চলে যাওয়া স্বপ্নপুরুষের ঘরে! সিরাজুল ইসলামের ‘সুগন্ধী’র দশটি গল্প, গল্পজগৎ নির্মাণ করে দিতে পারে পাঠকের মনে। মানুষের মনোজগতের বর্ণনা ও সংলাপের ভিন্নতা, কাহিনি ও বিষয়ে এক-একটি গল্প পৃথক ও সম্পূর্ণ। নগর জীবনের এমন নিপুণ গল্প পাঠককে মুগ্ধ করতেই পারে।