সংক্ষিপ্ত বিবরন : নাগরিক জীবনের অবিচ্ছেদ্য অংশ ব্যালকনি। কর্মব্যস্ত দিনের শেষে কিংবা নির্ঘুম রাতে ধোঁয়া ওঠা এক মগ কফি হাতে ব্যালকনি হয়ে ওঠে আমাদের এক চিলতে খোলা আকাশ। অবসাদ, অভিমান, অভিযোগ, নিঃসঙ্গতা, প্রাপ্তি-অপ্রাপ্তির সব গল্পের একমাত্র নীরব সাক্ষী ব্যালকনি! কফি হাতে দাঁড়িয়ে থাকা তেমনি এক আটপৌরে বাঙালি নারীর গল্প জানা যাক। যে নিজেই কিছু গল্পের, কিছু রহস্যের অংশ হয়ে যান তার ব্যালকনিতে দাঁড়িয়েই!