সংক্ষিপ্ত বিবরন : ইন্দ্রজিৎ সরকারের উপন্যাস ‘এইসব কাছে আসা’ পাঠ শেষে প্রথম যে কথাটি মনে আসে তা হচ্ছে—কী অর্থ বহন করে এইসব কাছে আসা? লেখক এই উপন্যাসে কতিপয় মানব-মানবীর কাছে আসার গল্প শুনিয়েছেন। মানুষ মূলত সুখ অন্বেষণকারী প্রাণী। এ তার চিরন্তন স্বভাব। সুখের খোঁজে সে ইতিউতি বিভিন্ন জায়গায় যায়। ঘাটে ঘাটে নাও ভিড়ায়। কিন্তু সবসময় যে সুখ মেলে তা নয়। সুকণ্যা, সৌরভ, ইকবাল, নন্দিতা ও সজল পাঁচটি চরিত্র , যারা সুখ তালাশকারী। ঘটনা পরম্পরায় নানা কারণে তাদের মনে হয় অথবা তারা মনে করতে বাধ্য হয় যে, তারা কেউ সুখী নয়। তারা পরস্পরের সঙ্গে যে সম্পর্কের দ্বারা যুক্ত সেই সম্পর্ক তাদেরকে সুখ এনে দিতে পারছে না। জীবন বড় যাতনা উগরে দেয় এই পাঁচজন মানুষের ঘরে, বারান্দায়, জানালায়, কার্নিশে, বিছানা, বালিশে প্রতিদিন। তাই তারা অন্য সম্পর্কে জড়ায়। সমাজ যে সম্পর্কের নাম দিয়েছে অবৈধ, সেই সম্পর্ক কী শেষ অব্দি সুখ দিতে পেরেছিল সুকন্যা-সৌরভ-কবির-নন্দিতা-সজলের জীবনে?