সংক্ষিপ্ত বিবরন : ভিন্ন ভাষার সমকালীন কবিতার প্রতি বাংলাভাষাভাষী পাঠকদের বরাবরই আগ্রহ থাকে। একাধিক ভাষা না জানার ফলে আগ্রহ থাকা সত্ত্বেও পাঠ বঞ্চিত থেকে যান অনেকে। সেই আগ্রহী পাঠকদের তৃষ্ণা মেটাতে রেজা নূর অনুবাদ করেছেন সাম্প্রতিক সময়ে লেখা আমেরিকার কবিতা-২। প্রেম-দ্রোহ, বিশ্ব নাগরিক ভাবনা ও মনস্তাত্ত্বিক উপস্থাপনের কবিতাগুলো বইটকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। বইটি সম্পর্কে তিনি বলেন, ‘স্কুলের ইংরেজি বইতে নিউইয়র্ক নগরীর আলো আর কাচের আকাশচুম্বী দালান নিয়ে কবিতা কিংবা কলেজে এলিসের প্রেমের পড়ার কবিতার অনুভব আর বিশ্ববিদ্যালয়ের অজস্র কবিতার সমুদ্রে সঁতার কখনও শেষ হবার নয়। দেশের বাইরের যে কোনো কবিতা পড়লে মনে হয়, এ মানুষের কলম নিঃসৃত। মনের কালিতে হৃদয় উন্মোচন। ভাষা অন্য, কিন্তু কথা আমাদের। আপন জনের।