সংক্ষিপ্ত বিবরন : বইটি সম্পর্কে লেখক বলছেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের চমৎকার বই আছে স্যাটায়ারধর্মী লেখার, তিনি নাম দিয়েছিলেন ব্যঙ্গকৌতুক। কিন্তু গদ্যকার্টুন আসলে রম্যতা, কৌতুক, ব্যঙ্গ আর আমার সমকালীন ভাবনার একটা মিশেল। প্রতি বছর এ ধরনের রচনাগুলোর সংকলনের একটা করে নাম দিতে হয়। এবার নাম দিলাম ‘অহেতুক কৌতুক’। কৌতুক কথাটা যদি প্রযোজ্য নাও হয়, অহেতুক কথাটা একেবারেই লাগসই হবে।’