সংক্ষিপ্ত বিবরন : অট্টহাসিতে ফেটে পড়ে দস্যু বনহুর—ক্ষমা! ক্ষমা করবো তোমার বাবাকে? শয়তানকে ক্ষমা করা চলে তবু তোমার বাবাকে ক্ষমা করা চলে না। এবার বনহুর মিঃ হেলালীর দেহের দিকে তাকিয়ে তাকে লক্ষ্য করে বলে—আপনি ভুল করেছিলেন এবং সে কারণেই প্রায়শ্চিত্ত ভোগ করলেন। মিঃ হেলালী বনহুরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন—আপনি দস্যু হয়ে এতো মহৎ কি বলে যে আপনার কাছে কৃতজ্ঞতা জানাবো...