
সংক্ষিপ্ত বিবরন : রোমেনা আফাজের ‘চোরাবালি’ উপন্যাসটি দস্যু বনহুর সিরিজের ৬৯ নম্বর উপন্যাস। এই উপন্যাসের মধ্যে গল্পের ধারাবাহিকতায় দস্যু বনহুর চরিত্রের মাধ্যমে লেখক গল্পকে রহস্যের দিকে নিয়ে গেছেন। এবং সামনের গল্পের জন্য আগ্রহ তৈরি করে লেখার ইতি টেনেছেন।




















