সংক্ষিপ্ত বিবরন : মাসুমা বানু পুত্রবধুর গুণে মুগ্ধ ছিলেন। স্নেহ করতেন কন্যার মতো। একদিন স্বামী, তিন পুত্র, এক কন্যাকে রেখে পাড়ি জমালেন পরপারে। মৃত্যুকালে পুত্রবধূ শামীমার হাতে তুলে দিয়ে গেলেন চৌধুরী পরিবারের সব দায়িত্ব। শামীমা আদর্শ বধু হিসেবে মায়া-মমতায় সবাইকে নিজের করে নেয়। তার পরশে অনুপ্রাণিত ছিল চৌধুরী বাড়ির প্রতিটি লোক। কিন্তু এরই মধ্যে একটি ষড়যন্ত্রের নীলনকশা আঁকতে থাকে কেউ । শামীমা কি পেরেছিল তার মায়ার সংসার আগলে রাখতে?