সংক্ষিপ্ত বিবরন : তারপর বেশ কিছুদিন কেটে যায়! সাঈদা দিন দিন ধৈর্যহারা হয়ে পড়ে। শামীমের কারাবাস— এ যেন তারই দান। তাকে শয়তানের কবল থেকে রক্ষা করতে গিয়েইতো আজ ওর এই অবস্থা। হয়তো ফাঁসিও হতে পারে তার… আতঙ্কে শিউরে উঠে সাঈদা। সত্যই কি তার জন্য মৃত্যুকেও বরণ করে নেবে শামীম? না এ হতে পারে না। শামীমকে সে কিছুতেই মরতে দিতে পারে না। সাঈদা উন্মাদিনীর ন্যায় আংটিসহ হাতখানা তুলে ধরে চোখের সম্মুখে তারপর ঠোঁটে ললাটে ঘষতে থাকে। ঝরে পড়ে অশ্রুধারা। শামীমের সেদিনের কথাটার প্রতিধ্বনি ভেসে উঠে কানে… ‘যেদিন আমি তোমার কাছে থাকবো না, এই আংটিটা সেদিন তোমার স্মরণ করিয়ে দিবে আমার কথা।’ অব্যক্ত ক্রন্দনে ভেঙে পড়তে চায় সাঈদা। কিন্তু বাঁধবার কোনো অধিকার নেই তার। শামীম তার কে? তুষের আগুনে জ্বলে মরে। কিন্তু মুখ ফুটে বলতে পারে না কিছু।