সংক্ষিপ্ত বিবরন : বনহুর নীরব। শুধু চিবুকটা বারবার ঘষছে মনিরার চুলে। বনহুরের চোখেও অশ্ৰু, ফোটা ফোটা ঝরে পড়ছে মনিরার মাথার ওপর। মনিরা ইচ্ছামতো কাঁদল, বনহুর একটু বাধাও দিল না, কারণ জানে সে এখন ওকে বাধা দেয়া ঠিক হবে না। বুকের মধ্যে ওর জমে রয়েছে ব্যথার পাহাড়। কাঁদুক, কেঁদে কেঁদে ওর মনটা যদি একটু হালকা হয়। অনেকক্ষণ কাঁদল মনিরা, তারপর এক সময় শান্ত হয়ে এলো। বনহুর ওকে নিবিড়ভাবে আলিঙ্গন করে ডাকল, ‘মনিরা, বলো তুমি আমাকে ক্ষমা করেছো?’