সংক্ষিপ্ত বিবরন : দুজন মানুষ মুখোমুখি হলেই, কাছাকাছি হলেই শিশুর মতো এক কথাই ভেঙে ভেঙে অনেকক্ষণ ধরে বলতে থাকে। শিশুর মতো খুনসুটি করে, মান অভিমান, ঝগড়াঝাটি, আনন্দ করে। এতবড় একটা ফ্ল্যাটে দুজন মাত্র মানুষ। একজন বুড়ো থুরথুরে, হাঁটাচলা করতে পারেন না। চলাফেরা যেটুকু করেন সেটা করেন হুইলচেয়ারে। বাকি সময় বিছানায়। আরেকজন বাইশ তেইশ বছরের যুবতী। কিন্তু দুজনের সম্পর্কটা অদ্ভুত। যেন তারা দুজনেই এক বয়সী। যেন তারা দুজনেই সই পাতিয়েছে।