![author.author_bn](/_next/image?url=https%3A%2F%2Fd25swln94uq8y4.cloudfront.net%2Fmedia%2Fbook_th%2FPakhiraPinjore.jpg&w=750&q=100)
সংক্ষিপ্ত বিবরন : রুবি আমার কাছে আসত শিমুর বন্ধু হিসেবে। আমিও তাই জানতাম। অথচ সেই রুবিকে নিয়ে শিমু আমাকে সন্দেহ করল। মেয়েরা আসলে এক একটা পৃথিবীর মতো। সারাজীবন ধরে তার কতটুকুই বা আমরা জানতে পারি। বুকে দুঃখ পুষে বেড়াই। প্ৰকাশ করতে পারি না। শুধু নির্জনতা পেলে দুঃখরা বড় হয়। কান্না পায়! রাত ক্রমশ সকালের দিকে ফিরে যায়।