সংক্ষিপ্ত বিবরন : ইমদাদুল হক মিলনের ‘অনেক কথা বলার ছিল’ উপন্যাসের গল্পে দেখা যায়, বিদেশ থেকে দেশে ফিরে আসে এক তরুন। সে আসলে দেখা করতে আসে প্রেমিকার সঙ্গে। মেয়েটি এক সময় তাকে ভালোবেসেছিলো। পরে প্রত্যাখানও করে। প্রত্যাখান কেন করেছিল যুবকটি তা জানে না। এতদিন পর সে ফিরে এসেছে প্রত্যাখানের কারণ জানার জন্য। এ আসলে গভীর প্রেমের আশ্চর্য এক অনুভবের কাহিনি।