সংক্ষিপ্ত বিবরন : মুহূর্তের স্বপ্ন মুহূর্তে ভেঙ্গে গিয়ে, কক্ষচ্যুত নক্ষত্রের মতো রোকসানা ছিটকে পড়ল শওকতের বাহুপাশ থেকে। তার চোখে ধীরে ধীরে ফুটে উঠল দূরের আকাশ আর সাগরের পার্থক্য। আকাশ তার অসীম উদারতা নিয়েও ছুঁতে পারেনি সাগরকে। কল্পনায় যাই থাক-বাস্তবে অনেক দূর- সীমাহীন দূরত্বেরও উপরে!