সংক্ষিপ্ত বিবরন : জনি জানালা খুলে বাগানের দিকে তাকায়। সে ভাবতে থাকে। তার জীবনে আসুক এমন একজন পুরুষ যার সেই পূর্ণতা আছে। তার জন্য সকালবেলা জার্সি পরে দৌড়ে যাবে, তাকে হোন্ডার পেছনে বসিয়ে ঝড়ের মতো উড়ে যাবে, কবিদের মতন স্ট্রেটকাট কথা বলবে, রাত্রে ঘুমানোর আগে গান গেয়ে শোনাবে। তার জীবনে কী এমন পুরুষ এসেছিল?