সংক্ষিপ্ত বিবরন : জীবনে শতাব্দী অতিক্রম, বিরল ঘটনা। বিংশ শতাব্দীর শেষ সূর্যাস্তের স্নান সৈকতে দাঁড়িয়ে আশিক দৃষ্টি রেখেছিলো দিগন্তের ওই পারে। প্রিয়ভূমি প্রিয়দেশ ছেড়ে একদিন যেতে হয়েছিলো সুদূর আমেরিকায়। দেশে বেড়াতে এসে কারও নীল ডায়েরীর পাতায় দেখতে পায় প্রিয়মুখ। এরপর আশিক ও ফারজানা মিলে দাঁড়ায় একবিংশ শতাব্দীর স্বপ্নীল ডানায়…