সংক্ষিপ্ত বিবরন : অদ্বিতীয়া প্রায়ই লেখকের কাছে চিঠি পাঠায় আর উত্তরের অপেক্ষায় থাকে। হঠাৎ একদিন তার প্রিয় লেখকের চিঠি আসে। অদ্বিতীয়া আবেগে আপ্লুত হয়। তার কাছে মনে হয় এ যেন চিঠি নয়, এক মুঠো রজনীগন্ধা। এ রকম দুর্লভ মুহূর্ত মানুষের বারবার আসে না। অন্যরকম এক প্রেম কাহিনী নিয়ে বিখ্যাত কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘অদ্বিতীয়া’ উপন্যাস।