সংক্ষিপ্ত বিবরন : যেদিন প্রথম সূর্য উঠল, সেদিন থেকেই গল্পের শুরু। সূর্য, চাঁদ আর তারার আলোর সঙ্গে সঙ্গে আভাময় হয়ে উঠল গুচ্ছ গুচ্ছ কাহিনী। অনেক কিছুই তো ঘটে যায়। সময় গড়ায়। কোনো না কোনো দিক দিয়ে সেগুলোও গল্প। ছাঁচে ফেলে পরম্পরা জুড়ে দিলে হয়ে ওঠে গল্পসম্ভার। রেজা নুরের ‘ একদিন কপোতাক্ষ ও অন্যান্য গল্প’ বইয়ের শরীর এমন সময়ের পথ ধরেই এগিয়েছে। এতে রয়েছে স্মৃতি, আশা-আকাঙ্ক্ষা, প্রেম, জীবনবোধ, যৌনতা, হাসি-কান্নার সুন্দর উপস্থাপন। প্রতিটি গল্পের শরীর যেন আলাদা আলাদা অবয়বে বেড়ে উঠেছে। এ গ্রন্থে সংকলিত হয়েছে মোট ১৭ টি গল্প। গল্পগুলোতে আঞ্চলিক শব্দের ব্যবহার গল্পের ভাষাকে আরো হৃদয়গ্রাহী করে তুলেছে।