সংক্ষিপ্ত বিবরন : নারীর হাসি এতো সুন্দর হয়! সে হাসি বোঝার জন্য চোখও থাকতে হয়। মধ্যবয়সী বিবাহিত রিয়াজকে কেন এতো ভালো লাগে সুন্দরী লীনার! বিসিএস-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মোর্শেদের প্রতি জয়ার তীব্র টান থাকলেও মৌখিক পরীক্ষায় না টেকায় মোর্শেদের প্রতি জয়ার যে ভর্ৎসনা, এর কারণ কী? তাহলে কী জয়া লোভী? অন্যদিকে জানালা খুলে তাকিয়ে থাকা তমালিকার গভীর ভালোবাসা কী মুখ ফিরিয়ে নেওয়া মোর্শেদকে কাছে টানতে পেরেছিল? অবশেষে তমালিকার হাত স্পর্শ করে মোর্শেদের হাত ছুঁয়ে আসা একটি তাজা লাল গোলাপ!