সংক্ষিপ্ত বিবরন : রহস্যে ঘেরা সাকিব রায়হানের অন্যতম উপন্যাস ‘আবৃত’। শুরু থেকে শেষ পর্যন্ত প্রেমের পাশাপাশি রয়েছে পারিবারিক প্রেক্ষাপটে ঘটে যাওয়া রহস্যে আবৃত অদ্ভুত ঘটনা! কেন্দ্রীয় চরিত্র অসুস্থ মুনিয়ার প্রতি সৌরভের যে প্রেমের নিদর্শন প্রকাশ পেয়েছে তা সত্যিকারের ভালোবাসার এক উদাহরণ।