সংক্ষিপ্ত বিবরন : যাপিত জীবনকে কবিতা করে তোলার প্রয়াস ‘অতঃপর দ্বিতীয় পুরুষ’। এই গ্রন্থে সংকলিত কবিতায় জীবনের খণ্ড খণ্ড চিত্রকে নিজের মতো করে এঁকেছেন কবি। সেখানে প্রিয় মানুষের প্রতি টান, তার জন্য অপেক্ষা ও তার সান্নিধ্য প্রাপ্তির কথা বলেছেন তিনি। আবার প্রিয় মানুষের শূন্যতায় কবি বলেন, ‘যে নগরীতে তুমি নেই সে নগরী অন্ধ’। মোটকথা কবিতায় জীবনকে দেখানোর চেষ্টা। পরিমিত শব্দচয়ন, অনুভূতির সহজাত প্রকাশ ও সুষম আবেগ গ্রন্থটিকে কবি জীবনের আয়না করে তুলেছে।