সংক্ষিপ্ত বিবরন : কদমের কথা শুনে এখন আর কেউ হাসছে না। কেমন একটা থমথমে পরিবেশ চারদিকে। ব্যাপারটা খেয়াল করে নিজাম চৌধুরী বললেন, ‘কী মিয়ারা, রাও করেন না ক্যান? কন কেমুন শাস্তি বিচারডা আপনেরা মানলেন কি না। তয় এইডা ছাড়া আর কইলাম কোনও শাস্তি অরে দিমু না। জিবলা কাটনের পর ও গেরামেই থাকব। তয় খাইতে হইব কাম কাইজ কইরা।’ তারপরও কেউ কোনও কথা বলল না। মন্নাফ হাওলাদার একটা সিগ্রেট ধরিয়ে মুঠো করে টানতে লাগল। দেখে নিজাম চৌধুরীরও তামাকের নেশা পেল। নবুর দিকে তাকিয়ে বললেন, ‘তামুক আন…।’