সংক্ষিপ্ত বিবরন : হুঁকা টানতে টানতে নবা বলল, এই জীবন আর ভাল্লাগে না বুজান। হারাদিন বিল বাওরে থাকি গাই লইয়া। হাইঞ্জাবেলায় বাইত আহি। আইয়া গাইডারে আতালে বান্দি। জাবনা দেই। তার বাদেও আজাইর নাই আমার। হাপে দুদ খাইয়া যায়, রাইত জাইগ্যা হেই হাপ পাহারা দেও। রাইতে ঘুমের মুক দেহিনা। উডানে আডি আর হাপ পাহারা দেই। বিয়ান রাইতে গাইডারে লইয়া আবার যাওন লাগে বিলে। এইডা কোনো মাইনষের জীবন আইলো!