সংক্ষিপ্ত বিবরন : ‘একাকী একটি মেয়ে’ আনিসুল হকের একটি জনপ্রিয় উপন্যাস। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটের উপর লিখিত উপন্যাসটির প্রধান চরিত্র শিমু নামের একটি মেয়ে। গ্রাম থেকে ঢাকায় চাকুরীর ইন্টারভিউ দিতে এসে তার জীবন চিত্রে অংকিত হয় একটি নতুন চিত্র। যা তার জীবনকে নতুন এক সংগ্রামের দিকে ঠেলে দেয়। যেই সংগ্রামে সে একা।