সংক্ষিপ্ত বিবরন : জীবনের বাঁকে বাঁকে অনেক অজানা গল্প। বাস্তবতার কারণে সেসব গল্প আড়ালেই থেকে যায়। আবার কখনো কখনো ব্যস্ত জীবনের অনেক গল্প বিব্রত করে বলে আমরা এড়িয়ে যেতে চাই। আমাদের চারপাশে লুকিয়ে থাকা এমন গল্পগুলোই বলতে চেয়েছেন লেখক কামরুন নাহার মিশু। গল্পগুলো যেন আমাদের খুব পরিচিত। জীবন ঘনিষ্ট এমন কয়েকটি গল্পের সংকলন ‘বিষাক্ত বাসর’। বিশেষ করে নারী জীবনের সামাজিক অবহেলা ও অসহায়ত্ব গুরুত্ব পেয়েছে গ্রন্থের একাধিক গল্পে। ‘ঈশ্বর থাকেন ভদ্র পল্লীতে’ গল্পে মা ও মেয়ের জীবনের করুণ পরিণতির গল্প বলেছেন লেখক। বইয়ের নামগল্প ‘বিষাক্ত বাসর’এ দেখা যায় একজন নারীর ত্যাগের গল্প। যে সারাজীবন ধরে সহ্য করে গেছেন তবুও কখনো মুখ ফুটে কিছু বলেননি। আর সে কারণে তার স্বামীর মনে অপরাধবোধের জন্ম হয়েছে। যা থেকে সে মৃত্যু অবধি নিজেকে রক্ষা করতে পারেনি। বইয়ের অন্য গল্পগুলো হলো- রঙিন পাঞ্জাবি, স্ত্রী, বদলা, ময়নার সংসার, সাদাশাড়ি, সংসার, সক্ষমতার সনদ।