
সংক্ষিপ্ত বিবরন : ধানমন্ডির এক টং দোকানে সিগারেট শেয়ার করতে গিয়ে এক অদ্ভুত মানুষের সঙ্গে পরিচয় ঘটে নাদিম ও রুবেলের—তার নাম লোকমান হাকিম। সহজ কথার আড়ালে জটিল দর্শন, নিজের অতীত, সমাজ ও রাজনীতির প্রসঙ্গ টেনে লোকমান যেন হয়ে ওঠেন এক জীবন্ত উপন্যাস। কিন্তু আড্ডা আর গল্পের আড়ালে লুকিয়ে থাকে গভীর রহস্য। নাদিম যখন একদিন তার নিমন্ত্রণে লোকমানের বাসায় যায়, তখন সেই গল্প অন্য মোড় নেয়। ‘হাকিম এন্ড সন্স’ একটি মনস্তাত্ত্বিক কথন, চা-সিগারেটের আড্ডা আর স্মৃতির পরতে পরতে ধরা পড়ে সমাজ, বিশ্বাস, বিশ্বাসঘাতকতা এবং মানবমনের গা-ছমছমে অস্পষ্টতা। এটি গল্প বলার মধ্যে গল্প লুকানোর এক নিখুঁত শিল্প।