সংক্ষিপ্ত বিবরন : বনহুরের রহস্য জালে জড়িয়ে পড়ে ইরানী। বনহুর আয়োজন করতে থাকে তার বোনের বিয়ের। কিন্তু ঘরের শত্রু বিভীষণ হয়ে তার হবু বোন-জামাই তাকে পুলিশে ধরিয়ে দিতে চায়। একদিকে পুলিশের দোসর অন্যদিকে ডাকুকন্যার সাথে বিরোধ- দস্যু বনহুর পড়ে যায় মৃত্যু বিভীষিকার মাঝে।