সংক্ষিপ্ত বিবরন : মিতু ও টনিকে রেখে মা গানের শিক্ষককে বিয়ে করে পালিয়ে যায়। মিতু বুঝতে শেখার পর থেকে মাকে প্রচণ্ড ঘৃণা করতে শুরু করে। একসময় মিতুর বিয়ে হয় সালামের সাথে। দম্পতির কোলজুড়ে আসে টুই। বহু বছর পর মিতুর কাছে ফোন আসে, তার মা মারা গেছে। মিতু সিদ্ধান্ত নেয় মায়ের লাশ দেখতে যাবে। পাঁচ মাস আগেই সে তার মাকে ক্ষমা করে দিয়েছে। মিতুর জীবনে যখন রায়হান আসে ঠিক তখনই সে বুঝতে পারে পরকীয়ার কাছে স্বামী-সংসার সব তুচ্ছ। কিন্তু মিতু চায় না, টুই তার মতো চাপা কষ্টে একাকী বাবার আদরে বেড়ে উঠুক। তাই সে রায়হানের সাথে দ্বিতীয় জীবন শুরু করতে চায় টুইকে নিয়ে। কিন্তু টুই কি তার বাবাকে ছেড়ে যাবে?